Priyotoma Bengali Full Movie Original HD Watch - Download 720p
প্রিয়তমা একটি আসন্ন মারপিট-প্রণয়ধর্মী বাংলাদেশী চলচ্চিত্র। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন হিমেল আশরাফ, যা তার দ্বিতীয় চলচ্চিত্র এবং ভার্সেটাইল মিডিয়ার অধীনে প্রযোজনা করেছেন আরশাদ আদনান। চলচ্চিত্রটির কাহিনি এককভাবে লিখেছেন প্রয়াত ফারুক হোসেন এবং তার সঙ্গে চিত্রনাট্য ও সংলাপ যৌথভাবে লিখেছেন হিমেল আশরাফ।
প্রিয়তমা (২০২৩) বাংলা মুভি ডাউনলোড
এতে মূখ্য ভূমিকা অভিনয় করেছেন শাকিব খান, ইধিকা পাল ও শহীদুজ্জামান সেলিম। এছাড়াও অন্যান্য চরিত্রে আরও অভিনয় করছেন এলিনা শাম্মী, ডন, লুৎফুর রহমান খান সীমান্তসহ অনেকে। ২০২৩ সালের ঈদুল আযহায় চলচ্চিত্রটির মুক্তি দেয়া পরিকল্পনা করা হয় ।
- শাকিব খান
- ইধিকা পাল
- শহীদুজ্জামান সেলিম
- এলিনা শাম্মী
- ডন
- লুৎফুর রহমান খান সীমান্ত।
Priyotoma Bengali Full Movie HD Download - Shakib Khan
২০২৩ সালের ১০ এপ্রিল চলচ্চিত্রটির প্রথম দর্শন (ফার্স্ট লুক) প্রকাশ পায়। প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে পোস্টারটি ভাইরাল হয়ে যায়। ঈদে মুক্তি দেয়ার জন্য ২৭টি প্রেক্ষাগৃহের কর্তৃপক্ষ চলচ্চিত্রটি বুকিংয়ের জন্য যোগাযোগ করে
✅✅ ডাউনলোড এর ক্লিক করে ৩০ সেকেন্ড অপেক্ষা করুন মুভি অটো চলবে।👈👈